Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মত রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।

উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন
লাবনী আক্তার বেবী
আহমেদ জসিম
রানাউল ইসলাম রনি
রোখসানা মৌসুমী
বৃষ্টি আক্তার

আরো উপস্থিত ছিলেন Root Blood Team এর কর্মকর্তা
আরিয়ান আহমেদ আরিফ
কাউছার আলি
আযিম হুসেন আরিয়ান

সার্বিক সহযোগিতায়ঃ
ডেলটা মেডিকেল হাসপাতল।

ডেলটা মেডিকেলের ম্যানেজার মীর মোশাররফ বিল্লাহ উপস্থিত ছিলেন।

সংগঠনের উপদেষ্টা ডাঃ মাহফুজ রায়হান স্যারের পরামর্শে উক্ত আয়োজন করা হয়েছে।

বিনামূল্যে রক্তের গ্রুপ হেলথ ক্যাম্প এবং বৃক্ষরোপন কর্মসূচী

সারাদিনব্যাপি
দশভাইয়া ফাউন্ডেশন ও Root of Life-জীবনের মূল সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং হেলথ ক্যাম্পিয়ের এর কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং
১৪০ জনের চিকিৎসা প্রদান করা হয়েছে
চিকিৎসা প্রদান করছিলেনঃ-
ডাঃ Mostafizur Rahman
ডাঃ Abdullah Ankur
স্থানঃ- মরহুম ইমরাম হোসেন মাস্টার এর বাড়ি
সহযোগিতায়ঃ ডেলটা মেডিকেল সেন্টার
সৌজন্যেঃ- ডাঃ Mahfuz Raihan স্যার
শিশু বিশেষজ্ঞ,জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ
উপদেষ্টাঃ- Root of Life-জীবনের মূল

ধন্যবাদ
শামসুল হক ড্যানি, Md. Shamim Reza
পোগ্রাম সহ ডেকোরেশন অনেক বেশী আকর্ষনীয় ছিলো

Root এর এডমিন প্যানেল উপস্থিত ছিলো Labony Akter baby,Ranaul Islam Roni Mohammad Kadir

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে প্রায় ৭৫০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করন

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে
প্রায় ৭৫০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে
স্থানঃ তেঁতুলতলা মোড়,বটতলাহাট চাঁপাইনবাবগঞ্জ

উপস্থিত ছিলেনঃ
সংগঠনের এডমিন মোহাম্মদ কাদির এস এ শওকত এস এ সাকিল।

কাজে সহযোগিতা করেছেনঃ আরিয়ান আরিফ,ইলমা আক্তার ইতি,মিম,কাউসার রাফি,

সংগঠনের এডমিনঃ
আহমেদ জসিম
দেশের বাইরে থেকে বলেন রক্তের গ্রুপ নির্ণয় করা টা অতান্ত্য জরুরী এতে আপনার প্রয়োজনে আমি,আমার প্রয়োজনে আপনি রক্ত দিতে পারবেন।

আল মামুন

স্পন্সর করেছেনঃ- আল মামুন

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে প্রায় ৪০০ শতাধিক শিক্ষার্থীর
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করন

স্থানঃ নামোশংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসা

উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন রানাউল ইসলাম রনি, লাবনি আক্তার বেবী,অহিদুল ইসলাম তামিম,রোখসানা মৌসুমি,মোহাম্মদ কাদির,

আরো উপস্থিত ছিলেন
আরিয়ান আহমেদ আরিফ,

সংগঠনটি ব্লাড টিম গঠন করেছে
রক্তের প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
রায়হান আলী 01730845985
এস এ শওকত 01759022177
সাকিল আহমেদ 01740890427

Win Or Win

আলহামদুলিল্লাহ ২ টা প্রাপ্তি💪

Root সদস্যবৃন্দ এবং টিমের চেষ্টায়
Root of life-জীবনের মূল Winner🏆

আপনারা এত্ত এত্ত ভালোবাসা দিবেন
আশা করি নাই🤭
ধরাছোয়ার বাইরে🤗
Back To Back Win 😍

আর আমরা কিন্তু আপনাদের ভালোবাসা শতাধিক কমেন্ট কখনোই ভূলবোনা 🥰😛

Thank You🥰

চাঁপাইনবাবগঞ্জ পাঁচ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চাঁপাইনবাবগঞ্জে আমাদের Root of Life-জীবনের মূল অনলাইন সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার ও বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

৩১ জুলাই রবিবার দিনব্যাপী রহনপুর খয়রাবাদ হাজি সদর উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন মাঠে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচীতে সংগঠনের পরিচালক আবু আব্দুল্লাহ আল কাফির পরিচালনায় উপস্থিত ছিলেন এডমিনঃ-লাবনি আক্তার বেবী,রানাউল ইসলাম রনি।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে সহযোগীতা করেন মোহাম্মদ কাদির,তামান্না অহিদ মৌ,অহিদুল ইসলাম তামিম প্রমুখ।

সংগঠনের এডমিন লাবনী আক্তার বেবি,জানান, আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে,জরুরী প্রয়োজনে অসহায় মানুষকে রক্ত ব্যবস্থা করে দেওয়া ও স্বেচ্ছায় রক্তদান এর প্রতি সচেতন বৃদ্ধি করা ও পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজ পরিচালনা করা। মুলত সমাজের মানবিক মানুষের সহযোগিতায় আমাদের এই পথচলা। এই পথচলায় যারা আমাদের সাথে আছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্যঃ Root of Life-জীবনের মূল এটি সামাজিক অনলাইন সংগঠন, যাদের অধিকাংশ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী।

ইত্যাদি একাডেমি কুইজ প্রতিযোগিতা ২০২২

দূর্লভপূর ইউনিয়ন শিবগঞ্জ উপজেলায় ২৬/০৬/২০২২ তারিখে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরনী কার্যক্রম হয়,পোগ্রামে উপস্থিত ছিলেন ডাঃমোহা আব্দুল মাতিন ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহা সাহু আলম

পোগ্রামে Root সম্পর্কে আলোচনা করেন রানাউল ইসলাম রনি তিনি বলেনঃ-

আশা করছি আপনারা ভালো আছেন….?

আলহামদুলিল্লাহ আমিও আপনাদের এই জায়গায় উপস্থিত হয়ে আপনাদের কাছে পেয়ে অনেক আনন্দিত

Root of Life জীবনের মূল এটি একটি ফেইসবুক মানবিক সংগঠন..!

গত বছরের ১৬ এপ্রিলে আমাদের সংগঠন টি চালু করা হয়।
কিন্তু গত ৫ মাস থেকে মূলত আমরা আমাদের কার্যক্রম গুলো অবহ্যত রেখেছি।

আপনাদের যাদের ফেইসবুক আইডি আছে তারা
Root of life জীবনের মূল এই লিখা টুকু সার্চ করে ফেসবুক গ্রুপে ক্লিক করলেই আমাদের সংগঠন পেয়ে যাবেন।

এই সংগঠনে অনলাইন মানবিক কাজের পাশাপাশি অফলাইনে বিভিন্ন ধরনের পোগ্রাম বা আয়োজন করা হয়।

যেমনঃ-
অফলাইনে আমাদের কাজঃ-
২ ঈদে ঈদ সামগ্রী বিতরন।
পচন্ড শীতে কম্বল বিতরণ।
বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা।
যতটুক সম্ভব রুগীদের জন্য রক্ত ম্যানেজ করে দেওয়া।
রমজান মাসে ফ্রি কোরআন শিক্ষা।
ইফতার বিতরন
রাস্তা ঘাটে ময়লা আবর্জনা পরিস্কার রাখা।
ব্লাড কাম্পিং
বৃক্ষরোপন

ইত্যাদি

অনলাইনে আমাদের কার্যক্রমঃ-

জেলার বিভিন্ন জায়াগার ছবি নিয়ে ফটো কনটেস্ট।
ইসলামিক কুইজ।

মূলত আমাদের সংগঠনে এই ধরনের কাজ গুলো করা হয়।

তবে আজকের আয়োজন টা অত্যাধিক আকর্ষনীয় কারন আজকে আমাদের শিক্ষা নিয়ে কুইজ

আমাদের অতিথিদের কাছে আমরা চিরকৃতজ্ঞ
আমাদের ডাকে সারা দেওয়ার জন্য।
আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক কিছুই করতে পারবো ইনশাআল্লাহ

এরপর মোহাম্মদ কাদির আমার ছোট ভাই সে নিজ হাতে এত্ত বড় আয়োজনের ব্যাবস্থা করেছে।

তো তোমাদের সবাই জন্য শুভ কামনা।
প্রতিযোগিতার নিয়ম মেনে লিখা শুরু করবে।
আমরা তোমাদের মাঝে আবার উপস্থিত হবো ইনশাআল্লাহ

শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন লাবনি আক্তারঃ-

আসসালামু আলাইকুম
আশা করছি আপনারা মনের ভিতর থেকে সুস্থ আছেন..? আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা করি আমিও ভালো আছি।

Root of life জীবনের মূল একটি সামাজিক অনলাইন সংগঠন।
সংগঠনটি মানবিক কাজের পাশাপাশি শিক্ষা নিয়েও আয়োজন করতে চাই…!

শিক্ষার্থীদের কুইজের মাধ্যমে বা হাফেজ ছাত্রদের হিফজ প্রতিযোগিতা
অসহায় দুস্থ শিক্ষার্থীদের গাইড বা বিভিন্ন মাধ্যমে।

আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড । শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।

শিক্ষার মহৎ উদ্দেশ্য জ্ঞান নয় বরং তা হলো বাস্তবিক কাজ।

তোমাদের সবার জন্য শুভ কামনা।
আল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জল করুক।
আমরা আমাদের Team নিয়ে আবারো তোমাদের মাঝে উপস্থিত হবো ইনশাআল্লাহ..!

আর আমাদের অতিথিদের কে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাপোর্ট পেলে আমরা পূনরায় আসবো
আমাদের রিকুয়েষ্ট এক্সেপ্ট করিয়েন।
ধন্যবাদ

ইত্যাদি একাডেমি কুইজ প্রতিযোগিতা ২০২২



যারা অংশগ্রহণ করতে পারবে:

গ্রুপ ক: ৬-৮ শ্রেণী, সবোর্চ্চ ২৫ জন।
গ্রুপ খ: ৯-১২ শ্রেণী, সবোর্চ্চ ২৫ জন।

নিবন্ধন:

১৭ জুন, ২০২২ থেকে ২৪ জুন, ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত

প্রতিযোগিতার সময়:
বিকাল ০৪:০০ টায়

প্রতিযোগিতার তারিখ:
২৬ জুন, ২০২২ রোজ–রবিবার।

প্রধান অতিথি
মোঃ আব্দুল মতিন

বিশেষ অতিথি
মোহাঃ সাহু আলম

আয়োজনেঃ Root of life-জীবনের মূল

পুরস্কার:
দুইটি গ্রুপের (ক, খ) ২ জন করে সর্বমোট ৪ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট।

এবং সকল অংশগ্রহণকারির জন্য একটি
করে আকর্ষণীয় কলম থাকবে।

ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

নিয়মাবলি:
প্রত্যেকের জন্য বরাদ্দকৃত ২০টি এমসিকিউ থাকবে, সময় ২০ মিনিট।

সকল প্রশ্নের মান (১ পয়েন্ট)।

সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।

কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।

প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

কুইজের বিষয়:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা, গাণিতিক সুত্র, বাংলাদেশের খেলাধুলা।

Root Online Ludo Tournament

Root Online Ludo Tournament
         Classic Ludo

♦️এন্ট্রি ফি ১৫৳
♦️01773545001 বিকাশ/নগদ।
♦️মোট অংশগ্রহণ করতে পারবে ৩২ জন।
♦️তারিখঃ ০৮/০৬/২০২২ থেকে ১১/০৬/২০২২
♦️মোট চারদিনে খেলাটি সম্পূর্ণ হবে।
♦️প্রতি ম্যাচের ১৫ ঘন্টা আগে সময় ঠিক করা হবে।

                      নিয়মাবলী

♦️খেলাটি ম্যাসেঞ্জার এপসের মাধ্যমে হবে।

♦️ ৩২ জন কে নিয়ে ১৫ ম্যাচে ০৪ রাউন্ডে খেলাটি সম্পূর্ণ হবে।

♦️প্রথম রাউন্ডে ৩২ জন কে নিয়ে ৪ জন করে মোট ৮ টি ম্যাচ হবে।

♦️প্রতি রাউন্ড থেকে ২ জন করে বাদ হবে❌

♦️1st & 2nd পর্যায়ক্রমে পরবর্তী রাউন্ডগুলো খেলতে পাবে।

♦️দ্বিতীয় রাউন্ডে ১৬ জন কে নিয়ে মোট ৪ টি ম্যাচ হবে।

♦️আগের মত’ই 1st & 2nd তৃতীয় রাউন্ড খেলতে পাবে,এবং 3rd & 4th কে বাদ দেওয়া হবে।❌

♦️তৃতীয় রাউন্ডে ৮ জন কে নিয়ে ২ টি ম্যাচ খেলা হবে।
এবং 1st & 2nd যাবে ফাইনালে

ফাইনালে ৪ জনকেই বিজয়ী করা হবে

♦️磊 ফাইনালে চ্যাম্পিয়ন হলে ৫০ টা চকলেট সহ টি-শার্ট,আর মেয়ে হলে হিজাব।

♦️賂রানার্স আপ হলে ম্যানি ব্যাগ,মেয়ে হলে পার্টস

♦️ 3rd & 4th এর জন্য ফোন রিচার্জ️

♦️♦️অতিরক্তি নিয়ম♦️♦️

♦️চারজন চারজন করে ম্যাসেঞ্জার গ্রুপ খোলা হবে।
♦️৩২ জনের নাম নিয়ে লটারীর মাধ্যমে খেলানো হবে।
♦️প্রতি ম্যাচ থেকে 1st & 2nd কে পরবর্তী রাউন্ডে  নিয়ে যাওয়া হবে✔️
এবং 3rd & 4th কে গ্রুপ থেকে রিমুভ করা হবে।❌
♦️সবাই সবার নিজের মত করে সিংগেল আকারে খেলবে।

   ♦️ভালো করে দেখে নেন♦️

♦️যদি নেট সমস্যা,ফোনে চার্জ বা সময়ের আগে উপস্থিত না হতে পারেন তাহলে কিছু করার থাকবেনা।
♦️ খেলা শুরু হওয়ার ১৫ ঘন্টা আগে আপনার পার্সোনাল ইনবক্সে ম্যাসেজ/এবং গ্রুপে ম্যাসেজ দেওয়া হবে।
♦️সময় টা ভালো করে খেয়াল করে নিবেন।

উপরের বিকাশ নম্বরে টাকা পেমেন্ট করে নিচের ফর্ম টা পূরন করে দেন।

ফর্ম পূরনের একটা ডেমো প্রথম কমেন্টে দেওয়া থাকবে।
ফর্ম পূরন করতে সমস্যা হলে ভিডিও দেখে নিবেন।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন-
rootoflife6132@gmail.com (ই-মেইল)
01714885831 (What’s app)
Root of life-জীবনের মূল এই পেইজে