দূর্লভপূর ইউনিয়ন শিবগঞ্জ উপজেলায় ২৬/০৬/২০২২ তারিখে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরনী কার্যক্রম হয়,পোগ্রামে উপস্থিত ছিলেন ডাঃমোহা আব্দুল মাতিন ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহা সাহু আলম
পোগ্রামে Root সম্পর্কে আলোচনা করেন রানাউল ইসলাম রনি তিনি বলেনঃ-
আশা করছি আপনারা ভালো আছেন….?
আলহামদুলিল্লাহ আমিও আপনাদের এই জায়গায় উপস্থিত হয়ে আপনাদের কাছে পেয়ে অনেক আনন্দিত
Root of Life জীবনের মূল এটি একটি ফেইসবুক মানবিক সংগঠন..!
গত বছরের ১৬ এপ্রিলে আমাদের সংগঠন টি চালু করা হয়।
কিন্তু গত ৫ মাস থেকে মূলত আমরা আমাদের কার্যক্রম গুলো অবহ্যত রেখেছি।
আপনাদের যাদের ফেইসবুক আইডি আছে তারা
Root of life জীবনের মূল এই লিখা টুকু সার্চ করে ফেসবুক গ্রুপে ক্লিক করলেই আমাদের সংগঠন পেয়ে যাবেন।
এই সংগঠনে অনলাইন মানবিক কাজের পাশাপাশি অফলাইনে বিভিন্ন ধরনের পোগ্রাম বা আয়োজন করা হয়।
যেমনঃ-
অফলাইনে আমাদের কাজঃ-
২ ঈদে ঈদ সামগ্রী বিতরন।
পচন্ড শীতে কম্বল বিতরণ।
বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা।
যতটুক সম্ভব রুগীদের জন্য রক্ত ম্যানেজ করে দেওয়া।
রমজান মাসে ফ্রি কোরআন শিক্ষা।
ইফতার বিতরন
রাস্তা ঘাটে ময়লা আবর্জনা পরিস্কার রাখা।
ব্লাড কাম্পিং
বৃক্ষরোপন
ইত্যাদি
অনলাইনে আমাদের কার্যক্রমঃ-
জেলার বিভিন্ন জায়াগার ছবি নিয়ে ফটো কনটেস্ট।
ইসলামিক কুইজ।
মূলত আমাদের সংগঠনে এই ধরনের কাজ গুলো করা হয়।
তবে আজকের আয়োজন টা অত্যাধিক আকর্ষনীয় কারন আজকে আমাদের শিক্ষা নিয়ে কুইজ
আমাদের অতিথিদের কাছে আমরা চিরকৃতজ্ঞ
আমাদের ডাকে সারা দেওয়ার জন্য।
আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক কিছুই করতে পারবো ইনশাআল্লাহ
এরপর মোহাম্মদ কাদির আমার ছোট ভাই সে নিজ হাতে এত্ত বড় আয়োজনের ব্যাবস্থা করেছে।
তো তোমাদের সবাই জন্য শুভ কামনা।
প্রতিযোগিতার নিয়ম মেনে লিখা শুরু করবে।
আমরা তোমাদের মাঝে আবার উপস্থিত হবো ইনশাআল্লাহ
শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন লাবনি আক্তারঃ-
আসসালামু আলাইকুম
আশা করছি আপনারা মনের ভিতর থেকে সুস্থ আছেন..? আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা করি আমিও ভালো আছি।
Root of life জীবনের মূল একটি সামাজিক অনলাইন সংগঠন।
সংগঠনটি মানবিক কাজের পাশাপাশি শিক্ষা নিয়েও আয়োজন করতে চাই…!
শিক্ষার্থীদের কুইজের মাধ্যমে বা হাফেজ ছাত্রদের হিফজ প্রতিযোগিতা
অসহায় দুস্থ শিক্ষার্থীদের গাইড বা বিভিন্ন মাধ্যমে।
আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড । শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।
শিক্ষার মহৎ উদ্দেশ্য জ্ঞান নয় বরং তা হলো বাস্তবিক কাজ।
তোমাদের সবার জন্য শুভ কামনা।
আল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জল করুক।
আমরা আমাদের Team নিয়ে আবারো তোমাদের মাঝে উপস্থিত হবো ইনশাআল্লাহ..!
আর আমাদের অতিথিদের কে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাপোর্ট পেলে আমরা পূনরায় আসবো
আমাদের রিকুয়েষ্ট এক্সেপ্ট করিয়েন।
ধন্যবাদ














