যারা অংশগ্রহণ করতে পারবে:
গ্রুপ ক: ৬-৮ শ্রেণী, সবোর্চ্চ ২৫ জন।
গ্রুপ খ: ৯-১২ শ্রেণী, সবোর্চ্চ ২৫ জন।
নিবন্ধন:
১৭ জুন, ২০২২ থেকে ২৪ জুন, ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত
প্রতিযোগিতার সময়:
বিকাল ০৪:০০ টায়
প্রতিযোগিতার তারিখ:
২৬ জুন, ২০২২ রোজ–রবিবার।
প্রধান অতিথি
মোঃ আব্দুল মতিন
বিশেষ অতিথি
মোহাঃ সাহু আলম
আয়োজনেঃ Root of life-জীবনের মূল
পুরস্কার:
দুইটি গ্রুপের (ক, খ) ২ জন করে সর্বমোট ৪ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট।
এবং সকল অংশগ্রহণকারির জন্য একটি
করে আকর্ষণীয় কলম থাকবে।
ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
নিয়মাবলি:
প্রত্যেকের জন্য বরাদ্দকৃত ২০টি এমসিকিউ থাকবে, সময় ২০ মিনিট।
সকল প্রশ্নের মান (১ পয়েন্ট)।
সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
কুইজের বিষয়:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা, গাণিতিক সুত্র, বাংলাদেশের খেলাধুলা।
