Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে খাসি কুরবানি কার্যক্রম ২০২৩

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে।
খাসি কুরবানী কার্যক্রম ২০২৩

সংগঠনের উপদেষ্টা ডাক্তার মাহফুজ রায়হান স্যারের পরামর্শে, প্রবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়,
পশু কুরবানী করে প্রত্যন্ত অঞ্চলে কুরবানী দিতে না পারা পরিবারের মাঝে শুক্রবার গোস্ত বিলিয়ে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লাবনি আক্তার বেবী।
শিবগঞ্জ টিমের আব্দুল কাদির,খুরশিদা সাহিন,নাবিলা আলম সহ আরো অনেকেই।

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে অসহনীয় গরমে খেটে খাওয়া মানুষদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানির জুস বিতরণ কার্যক্রম

Root of Life-জীবনের মূল সংগঠনের উদ্যোগে,
অসহনীয় গরমে নিম্ন আয়ের মানুষের তৃষ্ণা মেটাতে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানির জুস বিতরণ কর্মসূচী।

প্রোগ্রাম উদ্ভোদন করেন।
Root এর উপদেষ্টাঃ
Dr.Mahfuz Raihan স্যার
শিশু বিশেষজ্ঞ জেলা হাসপাতাল,চাঁপাইনবাবগঞ্জ।

প্রোগ্রামে উপস্থিত ছিলেনঃ
Dr-Rezaul Karim স্যার
শিশু বিশেষজ্ঞ জেলা হাসপাতাল,চাঁপাইনবাবগঞ্জ।

ডাঃ আব্দুস সামাদ স্যার
হৃদরোগ বিশেষজ্ঞ,জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ।

Dr. F A R Akid- ডা. এফ এ আর আকিদ স্যার
মেডিসিন বিশেষজ্ঞ,জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ।

শিবগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেনঃ
স্ত্রী প্রসুতি ও শিশু চিকিৎসা বিদ্যায় প্রশিক্ষন প্রাপ্ত
ডাঃ সারমিন আক্তার কেয়া ম্যাম।

Zahidul Islam Zahid মামা
ব্যবস্থাপনা পরিচালক,ডেলটা মেডিকেল সেন্টার শিবগঞ্জ।

এছাড়া শিবগঞ্জে ডেলটা মেডিকেলের কর্মকর্তারা Root সদস্যদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে।

এই প্রোগ্রামে খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষসহ বিভিন্ন পেশার প্রায় ১১৫০ মানুষের তৃষ্ণা মেটাতে তাদেরকে বিশুদ্ধ পানি পান করানো হয়েছে।

★কিছুদিন পর ক্যাপ ও দেওয়া হবে ইনশাআল্লাহ।

Root Team এর পরিশ্রমে
একই দিনে এই আয়োজন চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলাতেই করা হয়েছে।

স্থানঃ
সদর হাসপাতাল,চাঁপাইনবাবগঞ্জ।
ওয়াটার সাপ্লাই মোড় ডেলটা মেডিকেলের সামনে,শিবগঞ্জ।
বাস ষ্ট্যান্ড,নাচোল।
কলেজ মোড়,রহনপুর।
কলেজ মোড়,ভোলাহাট।
নাচোল এবং ভোলাহাটে নতুন সদস্যরা প্রোগ্রাম করেছে।

Root Team এর সদস্য প্রবাসী ভাইয়ের কল্যাণে এবং সকলের পরিশ্রমে আমরা এই আয়োজন করতে পেরেছি।

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুরে হিফজ মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৫ টায় আয়োজন ‘জীবনের মূল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লাড টিম সম্পাদক সাকিল আনোয়ার ও আব্দুর রহমান নাঈমসহ অন্যরা।
সাকিল আনোয়ার সংগঠনটির সদস্য তানিয়া নামের একজনের আম্মার মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোন মূমুর্ষ রোগী যেন রক্তের অভাবে মারা না যায় সে বিষয়ে আমরা কাজ করে যাব। 

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে
প্রায় ৭৮০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
স্থানঃ কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেনঃ রোখসানা খাতুন।
প্রধান শিক্ষিকা গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়।

আয়োজন পরিচালনার স্পন্সর ল্যাবওয়ান মেডিকেল সেন্টার।

এছাড়াও সার্বিক কাজে সহযোগিতা করেছেনঃ
সংগঠনের এডমিন লাবনী আক্তার বেবী,সিয়াম মাহমুদ,সামিউল ইসলাম,জান্নাতুল ফেরদাউস সহ আরো অনেকেই।

স্কুলের প্রধান শিক্ষিকা রোখসানা খাতুন বক্তব্যে বলেন রক্তের গ্রুপ নির্ণয় করা টা অতান্ত্য জরুরী এতে আপনার প্রয়োজনে আমি,আমার প্রয়োজনে আপনি রক্ত দিতে পারবেন। বিপদে আপদে জনগন একে অপরের পাশে দাঁড়িয়ে সহজেই রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে পারেন।
আর আমাদের ছাত্র ছাত্রীদের স্কুল আইডি কার্ড বানানোর জন্য রক্তের গ্রুপ জানাটা অত্যন্ত জরুরী ছিলো।
বাইরে থেকে করালে সেখানে অর্থের প্রয়োজন ছিলো এখন সেটা আমরা বিনামূল্যে পেয়ে গেলাম।
আমরা প্রতি বছর আমাদের বিদ্যালয়ে এই মহৎ উদ্যোগ করাতে চাই।

Root of Life জীবনের মূল সংগঠনের এ উদ্যোগে জেলাবাসী আনন্দিত তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে
প্রায় ৪৩০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যলয়ে।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেনঃ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তৌহিদ।
আয়োজন পরিচালনার স্পন্সর ল্যাবওয়ান মেডিকেল সেন্টার।এছাড়াও সার্বিক কাজে সহযোগিতা করেছেনঃ
সংগঠনের এডমিন সাদিয়া খাতুন ও নাজমীন আক্তার সুরাইয়া সহ মহিলা টিমের সদস্যবৃন্দ।
হাসিনা গার্লস স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্যে বলেন রক্তের গ্রুপ নির্ণয় করা টা অতান্ত্য জরুরী এতে আপনার প্রয়োজনে আমি,আমার প্রয়োজনে আপনি রক্ত দিতে পারবেন। বিপদে আপদে জনগন একে অপরের পাশে দাঁড়িয়ে সহজেই রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে পারেন।
আর আমাদের ছাত্রীদের স্কুল আইডি কার্ড বানানোর জন্য রক্তের গ্রুপ জানাটা অত্যন্ত জরুরী ছিলো।
বাইরে থেকে করালে সেখানে অর্থের প্রয়োজন ছিলো এখন সেটা আমরা বিনামূল্যে পেয়ে গেলাম।
আমরা প্রতি বছর আমাদের বিদ্যালয়ে এই মহৎ উদ্যোগ করাতে চাই।

Root of Life জীবনের মূল সংগঠনের এ উদ্যোগে জেলাবাসী আনন্দিত তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

Root এর রহনপুরের নতুন সদস্যদের নিয়ে প্রায় ৪৮০ জন লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

স্থানঃ সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,রহনপুর চাঁপাইনবাবগঞ্জে।

সার্বিক সহযোগিতায়ঃ ল্যাব ওয়ান মেডিকেল সেন্টার

উপস্থিত ছিলেনঃ সংগঠনের এডমিন বৃষ্টি আক্তার,সামিউল ইসলাম,শফিকুল ইসলাম আদর,আফসানা মিমি,সহ আরো অনেকেই।

আজকের প্রোগ্রামে মাদ্রাসা,স্কুল,কলেজ ও পলিটেকনিকে পড়ুয়া শিক্ষার্থী এবং সাধারণ জনগণের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

নির্ণয় করতে আসা শিক্ষার্থী ও সাধারণ জনগণ বলেন এই সমস্ত মানবিক কাজ গুলো আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এদের জন্য আজ আমরা সহজেই আমার রক্তের গ্রুপ জানতে পারলাম। আমাদের স্কুলে পরিচয় পত্রের জন্য রক্তের গ্রুপ জানা জরুরী ছিলো,বাইরে থেকে সেটা করতে গেলে অর্থের প্রয়োজন হত,আর এখন সেটা আমরা বিনামূল্যে পেয়ে গেলাম। আমরা চাই এই প্রোগ্রাম প্রত্যন্ত এলাকায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু থাকুক।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

Root of Life জীবনের মূল সংগঠনের পক্ষ থেকে ৩৮০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

স্থানঃ দাদনচাক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,

সার্বিক সহযোগিতায়ঃ ডেলটা মেডিকেল সেন্টার চাঁপাইনবাবগঞ্জ

উপস্থিত ছিলেনঃ সংগঠনের এডমিন লাবনী আক্তার বেবি,রানাউল ইসলাম রনি,কাউসার আহমেদ,আযিম হুসেন,সুইটি খাতুন জুই,বুসরা খাতুন, লামিয়া রহমান,রাশিদা আসফি রাশি

Root সংগঠন শীতকালিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম কাজ অবহ্যত রাখতে চাই।

নির্ণয় করতে আসা শিক্ষার্থীরা বলেন, এতে আমাদের অনেক উপকার হলো। আমাদের পরিচয় পত্রের কার্ড বানানোর সময় রক্তের গ্রুপ জানার অনেক প্রয়োজন হয়।আর তখন বাইরে থেকে করতে গেলে অর্থের প্রয়োজন হয়, আর এখন আমরা ফ্রিতে জেনে নিলাম। আমরা চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেনো এইরকম ক্যাম্পের আয়োজন করা হয়

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ২০২৩

আজকে Root of Life-জীবনের মূল সংগঠনের উদ্যোগে
প্রায় ৩৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
স্থানঃ মহারাজপুর পূর্ব টিকরা।
সার্বিক সহযোগিতায়ঃ ডেলটা মেডিকেল সেন্টার।

উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন
লাবনি আক্তার বেবী
রোখসানা মৌসুমী
জান্নাতুল ফেরদাউস জান্নাত
জান্নাতুল ফেরদাউস
সিয়াম মাহমুদ
অহিদুল ইসলাম তামিম
আযিম হুসেন আরিয়ান সহ আরো অনেকে

এই প্রোগ্রাম তারা Root Team রাখতে চাই

Root of Life সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অসহায় পিছিয়ে পড়া রিক্সচালকদের মাঝে শীতবস্ত্র(হুডি) বিতরণ করা হয়েছে

স্থানঃ নবাবগঞ্জ সরকারী কলেজ

উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন আহমেদ জসিম,লাবনি আক্তার বেবী, সিয়াম মাহমুদ

রিক্সাচালকরা বলেন এই শীতে আমাদের রিক্সা নিয়ে বের হতে অনেক কঠিন পরিস্থিতি হয়ে যায়, এই হুডিটা আমাদের অনেক প্রয়োজন ছিলো।

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে মহিলা হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রী ও শিক্ষিকাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে মহিলা হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রী ও শিক্ষিকাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এবং কয়েক পর্যায়ে শিবগঞ্জ এবং চাঁপাই সদরে কম্বল ও শীত বিতরণ করতে চাই

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন

লাবনি আক্তার বেবী
জসিম আহমেদ
সিয়াম মাহমুদ
রাইমা রহমান

আয়োজন দেখে এলাকাবাসী বলেন অনেক সুন্দর এবং এই তীব্র শীতে আমাদের মাদ্রাসার জন্য এইটা প্রয়োজন ছিলো